০১. শিক্ষার্থীদেরকে পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে চরিত্রবান ও সুন্নাতে নববীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে গড়ে তোলা । ০২.ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ ও সাফল্য অর্জনের জন্য যুগপযোগী ও সমন্বিত শিক্ষার ব্যবস্থা করা। ০৩.নীতি-নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড, শিরক-বিদ'আত ও কুসংস্কার থেকে মুক্ত করার লক্ষ্যে জ্ঞানের বিশুদ্ধ উৎস থেকে অর্জিত শিক্ষার প্রচার-প্রসার। ০৪.শিক্ষা ও সংস্কৃতিতে নৈতিকতা ও আধুনিকতার সমন্বয় সাধনের মাধ্যমে উৎকৃষ্ট পরিবেশে পাঠদানের ব্যবস্থা করণ। ০৫. আলোকিত সমাজ গঠনের নিমিত্তে সকলের জন্য শিক্ষা এবং মেধার বিকাশ ও লালন। ০৬.জ্ঞান-বিজ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ, আক্বীদা ও আমল চর্চায় সৎ, দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের গুণাবলী সম্পন্ন নবপ্রজন্ম তৈরি। ০৭.মানব সমাজকে তার সংস্কৃতি ও সভ্যতার প্রতি নির্দেশনার মাধ্যমে জাগতিক ও নৈতিক উন্নয়ন এবং জবাবদিহিতার চেতনায় অনুপ্রাণিত করা।